33.3 C
Rangpur City
Saturday, July 12, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকযে নাচ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাচের তকমা পেয়েছে

যে নাচ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাচের তকমা পেয়েছে

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঝড় ওঠেগত কয়েক সপ্তাহ আগে। যেখানে ইন্দোনেশিয়ার এক কিশোরকে কালো চশমা পরিহিত অবস্থায় নৌকা বাইচ প্রতিযোগিতায় নাচতে দেখা যায়। তার এই নাচটি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাচের তকমা পেয়েছে। খবর বিবিসি

ইন্টারনেটে এ ঘটনাকে ‘অরা ফার্মিং’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নাচটি সহজ এবং স্টাইলিশ হওয়ায় বিশ্বের অনেক তারকা এটিকে অনুসরণ করছে। যার মধ্যে রয়েছে- মার্কিন ফুটবলার ট্রাভিস কেলসি, এফ১ এর চালক অ্যালেক্স আলবান এবং পিএসজির ফুটবলাররা।

এই নাচের পেছনে রয়েছে ১১ বছর বয়সী রায়ান আরকান দিখা। বিবিসিকে এই কিশোর বলেন, হঠাৎ করে তার মাথায় এই নাচের চিন্তা আসে।

বৃহস্পতিবার বিবিসি ইন্দোনেশিয়াকে ওই কিশোর জানায়, ‘সে নিজেই নাচটি বানিয়েছে।’ এটা ছিল শুধু আনন্দের জন্য।

দিখা ছিলেন তোগাক লুয়ান নৌকার অগ্রভাগে অবস্থানরত সেই নৃত্যশিল্পী, যার কাজ পুরো দলের মাঝে উদ্দীপনা ও মনোবল তৈরি করা।

কুয়ানতান সিনঙ্গিঙ্গি রিজেন্সির একটি গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রায়ান আরকান দীখা প্রথমবারের মতো জাতীয় স্তরের পাচু জলুর নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয়।

‘পাচু’ অর্থ দৌড় বা প্রতিযোগিতা, আর ‘জলুর’ বলতে লম্বা আকৃতির নৌকা। যেগুলো প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হয়।
(আন্তর্জাতিক ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য