একুশে পদকপ্রাপ্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব, ‘চারণ সাংবাদিক’ মোনাজাতউদ্দিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিটি প্রেসক্লাব রংপুরের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণে তাঁর জীবন কর্ম নিয়ে আলোচনা সভায় সিটি প্রেসক্লাব রংপুরের আহবায়ক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন,
দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সদস্য আকতারুল জামান আকতার, নুর মোহাম্মদ প্রমুখ। পরে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক এস এম শহীদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সাধারন সদস্যবৃন্দ।