32.6 C
Rangpur City
Friday, August 15, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকমোগল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের গম্বুজ ধসে নিহত ৫

মোগল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের গম্বুজ ধসে নিহত ৫

শুক্রবার (১৫ আগস্ট) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়- ভারতের দিল্লির পূর্ব নিজামুদ্দিন এলাকায় অবস্থিত মোগল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্রের (যা ‘হুমায়ুন টুম্ব’ নামে পরিচিতি) একাংশ ধসে পড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- আজ সন্ধ্যায় দিল্লির একটি দরগার দুই কক্ষ বিশিষ্ট একটি কাঠামোর ছাদের অংশ ধসে পড়ার ঘটনা ঘটে। সাইট থেকে প্রাপ্ত দৃশ্যে একটি খোলা উঠোনের চারপাশে একটি ছোট ভবন দেখানো হয়েছে। ভবনের একপাশের ছাদ ধসে পড়েছে। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে দেখা গেছে।

দিল্লির ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে – কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করে সফদরজং এবং লোকনায়ক হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন- বিকেল ৩টা ৫০ মিনিটে ঘটনার বিষয়ে একটি ফোন আসার পর দমকল বাহীনির পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালে তিনি শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে দীর্ঘ সময় ধরে নির্বাসনে ছিলেন। পরে পারস্যের শাহের সহায়তায় তিনি নিজের সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন। কিন্তু এর মাত্র এক বছর পর তার মৃত্যু হয়।

এটি কেবল হুমায়ুনের সমাধি নয়, এখানে মোগল রাজবংশের প্রায় ১৫০ জনেরও বেশি সদস্যের কবর রয়েছে, তাই একে মোগল রাজবংশের নেক্রোপলিস’ (সমাধিক্ষেত্র) বলা হয়।

এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে।
(আন্তর্জাতিক ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য