লিটন ঘোষ জয়, মাগুরা :
মাগুরায় সদর উপজেলার আবালপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ২০৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে।
রবিবার রাতে এসআই সেকেন্দার হোসেনের নেতৃত্বে মাগুরা ডিবি পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম মোল্যার ছেলে এলিস (৪০) এবং আইয়ুব মোল্যার ছেলে রুমন মোল্যা (২৭) কে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশের এস আই সেকেন্দার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।