20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরখুলনামাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল

লিটন ঘোষ জয়, মাগুরা প্রতিনিধি

অবিলম্বে জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করা এবং চাল-ডাল, তেল-ডিমসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা কমিটির সদস্য নিখিল মিত্র।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, বাজার ব্যবস্থায় চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিম ৫৫ থেকে ৬০ টাকা হালি, ব্রয়লার মুরগি ২৪০টাকা, কাঁচা মরিচ ২৮০টাকা ইত্যাদি। তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে তার থেকেও বেশি হারে বাস ভাড়াসহ নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। সমাবেশ থেকে অবিলম্বে চাল-ডাল, তেল-আটা-ডিমসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ভায়না মোড়ে যেয়ে শেষ হয়।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য