20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
HomeUncategorizedমাগুরার মহম্মদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কিশোর খুন

মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কিশোর খুন

লিটন ঘোষ জয়, মাগুরা :

মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামে ফুটবল খেলার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় হাসিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবদুল শাইখ মুন্সির ছেলে। এলাকাবাসী জানায়, শনিবার বিকালে চরঝামা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিলো। খেলার এক পর্যায়ে মাঠেই সুমন (১৫) এবং রাকিব (১৫) নামে দু’খেলোয়াাড়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার পর সুমন দৌঁড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে সুমনের বাবা ইউসুফ আলি সড়কি নিয়ে মাঠে উপস্থিত হয়। সেখানে রাকিবের চাচাতো ভাই হাসিবকে পেয়ে সড়কি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর তাকে পার্শ্ববর্তি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শারমিন জাহান টুম্পা জানান, ছেলেটির বুকে ধারালো কিছুর আঘাতে গভীর ক্ষতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে হাসিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইউসুফ আলি সমর্থিতদের বেশকিছু বাড়ি ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য