24.5 C
Rangpur City
Wednesday, September 17, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিমাইক্রোসফট উইন্ডোজ ১১-তে নতুন চমক নিয়ে আসছে

মাইক্রোসফট উইন্ডোজ ১১-তে নতুন চমক নিয়ে আসছে

মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজ ১১-এর বেটা প্রিভিউ বিল্ডে নতুন বেশ কিছু ফিচার যোগ করেছে । এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নেটওয়ার্ক ফ্লাইআউট থেকেই সরাসরি ইন্টারনেটের গতি পরীক্ষা করার অপশন।

প্রযুক্তি বিষয়ক সাইট নিওউইন জানিয়েছে- একজন এক্স ব্যবহারকারী প্রথম ফিচারটি নজরে আনেন। তার স্ক্রিনশটে দেখা যায়, নেটওয়ার্ক ফ্লাইআউটে ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের পাশেই
যুক্ত হচ্ছে একটি নতুন ‘স্পিড টেস্ট’ বাটন।

পাশাপাশি নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট-ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্ট শর্টকাট যুক্ত থাকবে। এটি থাকবে নেটওয়ার্ক ট্রাবলশুটার ও সেটিংস অপশনের সঙ্গে।

তবে সুবিধাটি উইন্ডোজের নিজস্ব কোনো টুল নয়। এটি আসলে ব্যবহারকারীকে সরাসরি বিং এর স্পিড টেস্ট টুলে নিয়ে যায়। যদিও নেটিভ ফিচার নয়, তবু সহজে অ্যাক্সেসযোগ্য হওয়ায় ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

উইন্ডোজের পাওয়ারটয়েজ অ্যাপের রান লঞ্চারে বিশেষ একটি মডিউল রয়েছে, যা দিয়ে ব্রাউজার বা বিং খোলার ঝামেলা ছাড়াই সরাসরি ইন্টারনেটের গতি মাপা সম্ভব।

চূড়ান্ত সংস্করণে ফিচারটির ধরন বা অবস্থান পরিবর্তন করতে পারে মাইক্রোসফট। যারা অফিসিয়ালি ফিচারটি চালু হওয়ার অপেক্ষায় থাকতে চান না, তারা চাইলে এখনই বিকল্পভাবে স্পিড টেস্ট করতে পারেন। (প্রযুক্তি ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য