19.2 C
Rangpur City
Sunday, January 11, 2026
Google search engine
Homeখেলাধুলাভারতীয় দালাল’তামিমকে বলায় সেই পরিচালককে শোকজ

ভারতীয় দালাল’তামিমকে বলায় সেই পরিচালককে শোকজ

নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি বলেন,‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি। একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যেভাবে খেলেছেন এবং পারফর্ম করেছেন, তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা উচিত ছিল। তাকে আরও সম্মান দেখানো উচিত ছিল।নাজমুল ইসলামকে অফিশিয়াল চ্যানেলে শোকজ করা হয়েছে কি না—এমন প্রশ্নে সভাপতি বলেন,‘তিনি নিজেও বোর্ডের একজন পরিচালক। আগামী ২৪ জানুয়ারি আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত ও খোলাখুলি আলোচনা করব।’

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ও বিসিবির আইনি অবস্থান নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল। সেখানে তিনি আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বলেছিলেন,‘আমাদের আয়ের প্রায় ৯০-৯৫ শতাংশই আসে আইসিসি থেকে, তাই সব দিক ভেবেই সিদ্ধান্ত নেয়া উচিত।’তামিমের এই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছিলেন,‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ যদিও সমালোচনার মুখে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন, কিন্তু এর স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়। (স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য