31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeশিক্ষাভর্তি পরীক্ষা শুরু ঢাবি'র ব্যবসায় শিক্ষা ইউনিটের

ভর্তি পরীক্ষা শুরু ঢাবি’র ব্যবসায় শিক্ষা ইউনিটের

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরের আটটি কেন্দ্রে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষাএই পরীক্ষা। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

জানা যায়-নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়। পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেয়া হয়। এর মধ্যে রয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেনসিলের ব্যবহার নিষিদ্ধ।

এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেয়া নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা বাতিল হবে।

গত ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন সোয়া লাখ শিক্ষার্থী।

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন পরীক্ষার্থী। (শিক্ষা ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য