রংপুর মহানগর প্রতিনিধি-
২১অক্টোবর,শুক্রবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বারের মতো পাত্র-পাত্রীর এক সাথে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।
পাত্র আরমান শাহ উল্লাস ও পাত্রী সিরাতুন জান্নাত সরণী। তারা দুজনেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
জাঁকজমক এই হলুদের অনুষ্ঠানটি আয়োজন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। তারা জানান-দীর্ঘদিন ধরে তারা এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছিলেন। অবশেষে তারা শুক্রবার কবি হায়াত মাহমুদ এর নিচ তলায় আয়োজন করেছেন। হলুদ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নেচে- গেয়ে আনন্দ- উল্লাস প্রকাশ করেন।
আরমানের বাসা রংপুর নগরীর গনেশপুরে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থী।
তিনি একটা সরকারি চাকুরি করছেন। পরিবারের মধ্যে তিনি ছোট। তার বাবা সরকারি চাকুরি জীবী
(অবসর)
সরণীর বাসা নাটোরে। তিনি বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থী এবং মাস্টার্সে অধ্যয়নরত। বর্তমানে পরিবারে তার মা ও বড় ভাই আছেন।
আগামী ৪ নভেম্বর,২০২২,শুক্রবার নাটোরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে এবং বউ ভাত ৬ নভেম্বর রবিবার রংপুরে আয়োজন করা হবে।
তারা তাদের নতুন জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।