31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরবেঁধে দেয়া মূল্য ৮৪ টাকা, মূল্য তালিকায় ৮৮ টাকা

বেঁধে দেয়া মূল্য ৮৪ টাকা, মূল্য তালিকায় ৮৮ টাকা

রংপুর সদর প্রতিনিধি-

সরকারের নির্ধারিত মূল্য ৮৪ টাকা,মূল্য তালিকায় পাওয়া গেল ৮৮ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে। বিক্রেতা বাধ্য হয়েই ক্রয় রশিদ দেখালেন ভোক্তা অধিকার কর্মকর্তাকে। রশিদে দেখা যায় যে,৮৬ থেকে ৮৭ টাকা কেজি দরে পাইকারি বিক্রেতার কাছে থেকে তিনিই কিনেছেন । তাহলে তিনি তা বিক্রি করবেন কততে ? এমনই অসঙ্গতি পরিলক্ষিত হলো চিনির বাজারে।

২৯ সেপ্টেম্বর দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ বাজার এলাকায় বর্তমান চিনির বাজার দর তদারকি চলাকালীন এমন পরিস্থিতি ধরা পড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক,মো: বোরহান উদদীন এর সামনে।

এ সময়,” সৈয়দ স্টোর”,”মালেক স্টোর” সহ মোট তিনটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধরায় সতর্কীকরণের উদ্দেশ্যে নগদ ৪০০০ টাকা জরিমানা করেন তিনি।
তদারকি চলাকালীন ঐ বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন প্রতিনিধি,ক্যাব রংপুরের প্রতিনিধি,মেট্রো পলিটন প্রেসক্লাবের প্রতিনিধি, “ভোক্তা কন্ঠ”, “সত্যের কন্ঠ ২৪” সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। পুরো তদারকিতে সহায়তা করে আরপিএমপি’র রিজার্ভ ফোর্স।

তদারকি চলাকালীন সময়ে উৎসুক সাধারণ ভোক্তারা বাণিজ্য মন্ত্রণালয়ের এ ধরনের তদারকি কার্যক্রমের সাধুবাদ জানান।
ময়েন মিয়া নামে এক জন ভোক্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে সকল নিত্য পণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তাদের দৈনন্দিন জীবন যাপন ভীষণ কষ্টকর হয়ে পড়েছে।

সাকিব হোসেন নামে এক জন মুদি দোকানি বলেন, আমরাতো বড় বড় আড়তদার, পাইকারদের কাছে জিম্মি। তারা যদি কম দামে দেয় তাহলে আমরাই বা বেশি দামে বেচবো কেনো ?

তদারকি শেষে সহকারী পরিচালক মো: বোরহান উদদীন সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে বলেন, যতক্ষণ বাজার নিয়ন্ত্রণে আসবে না, ততক্ষণ পর্যন্ত এ তদারকি চলমান থাকবে

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য