28.3 C
Rangpur City
Monday, August 18, 2025
Google search engine
Homeখেলাধুলাবিসিবি'র দল ঘোষণা,অধিনায়ক অঙ্কন

বিসিবি’র দল ঘোষণা,অধিনায়ক অঙ্কন

বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে । এই সিরিজ শেষে ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারী টাইগাররা। রবিবার (১৭ আগস্ট) সাদা পোশাকের সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

আগামী ২৮ আগষ্ট ডারউইনে অনুষ্ঠিত হবে একমাত্র চার দিনের ম্যাচ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলার সুবাদে বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই ডারউইনে আছেন। বাকিরা দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে।

বাংলাদেশ ‘এ’ দল : মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।

স্কোয়াডে জায়গা হয়নি টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেয়া নুরুল হাসান সোহান ও টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়কে।

২০২৬ সালের আগষ্টে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের আগে টেস্ট দলের এসব ক্রিকেটারকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে বিসিবি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফর্ম করা ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, হাসান মুরাদ, আনামুল হক, অমিত হাসানদের মতো ক্রিকেটারদেরও সুযোগ দেয়া হয়েছে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য