২৫ মে, ২০২২,বুধবার বিশ্ব থাইরয়েড দিবস।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে বিশ্বে প্রায় ৭৫ কোটি মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে দিবসটি সরকারিভাবে পালিত না হলেও বিভিন্ন সংগঠন গত কয়েক বছর ধরে দিবসটি যথাযথভাবে পালন করছে। ‘থাইরয়েড’ বলতে বোঝায় অবসাদ, বিষণ্ণতা, ভুলে যাওয়া রোগ।
থাইরয়েড একটি হরমোন জনিত সমস্যা। থাইরয়েড সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে- এক জন পুরুষের বিপরীতে ১০ জন নারী থাইরয়েড রোগে আক্রান্ত। বর্তমান সময়ে দেশে কমপক্ষে ৫ কোটি থাইরয়েড রোগী রয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ নারী রোগী। ৩ কোটি রোগীই অজ্ঞাত যে, তারা এ রোগে আক্রান্ত -বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি’ (বিইএস) থাইরয়েড রোগের লক্ষণ সমূহ- কয়েক মাসের মধ্যে ওজন অস্বাভাবিক বেড়ে যাওয়া। চোখ অনেক বড় বড় দেখা।কারন ছাড়া বুক ধরফর করা। ঘুম বেশি পাওয়া। সামন্য পরিশ্রমে খুব ক্লান্তি। নারীদের ক্ষেত্রে দীর্ঘ দিন অনিয়মিত মাসিক। মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, কোষ্ঠকাঠিন্য।
সব সময় ঠান্ডা অনুভব। নাড়ীর দ্রুত গতি।বিয়ের দীর্ঘ দিন হওয়া সত্ত্বেও বাচ্চা না হওয়া। নারীদের চুল ও ত্বকে শুষ্কতা আসে। থাইরয়েড সমস্যায় মৃদু থেকে তীব্র ব্যথা অনুভূত হয়। ঘাড় নাড়ালে এবং কোনো কিছু গিলে খেতে গেলে অস্বস্তি লাগে ব্যথাও অনুভূত হয়। এ ধরনের সমস্যা হলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত সঠিক আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। যাদের খুব ছোট গলা ফোলা অথবা গলগণ্ড আছে তাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরী। কারণ এটা সাধারণ গলগণ্ড না হয়ে আরো খারাপ কিছু হতে পারে।