শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী ২৬ ডিসেম্বর সিলেটের মাটিতে । দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসন্ন ১২তম আসরকে সামনে রেখে সব দলই অনুশীলন শুরু করেছে। ৬ ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা বিদেশি ক্রিকেটাররাও ইতোমধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছেন। বিপিএল খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। গতকাল রাতেই সিলেটের মাটিতে পা রেখেছেন এই বাঁহাতি পেসার। এ ছাড়া রাজশাহী ওয়ারিয়র্সের সরাসরি চুক্তিতে থাকা সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজও ঢাকায় পা রেখেছেন।
রাজশাহীর আরেক ক্রিকেটার নেপালের তারকা লেগস্পিনার সন্দীপ লামিচানেও এসে পৌঁছেছেন বাংলাদেশে। এ ছাড়া পাকিস্তানের হুসেইন তালাত এবং শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো দলের সঙ্গে যোগ দিয়েছেন। রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন শুধু খুশদিল শাহ। তবে ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত চট্টগ্রাম রয়েলস, ঢাকা ক্যাপিটালস কিংবা নোয়াখালী এক্সপ্রেসের কোনো বিদেশি ক্রিকেটার এখনও দলের সঙ্গে যোগ দেননি। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে দলগুলোর বাকি বিদেশি ক্রিকেটাররাও দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
(স্পোর্টস ডেক্স)






