31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeজাতীয়বিএফটিআই-ব্র্যাক ইউনিভার্সিটি'র এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে - বাণিজ্যমন্ত্রী

বিএফটিআই-ব্র্যাক ইউনিভার্সিটি’র এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে – বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষেত্রে আমাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বিদেশ থেকে দক্ষজনশক্তি দিয়ে আমাদের চাহিদা পূরণ করতে হয়। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ব্র্যাক ইউনিভার্সিটি আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার উপর একাডেমিক কোর্স চালু করার ফলে এ দক্ষ জনশক্তির অভাব পূরণ করা সম্ভব হবে। বিএফটিআই’র এ উদ্যোগ আমাদের আশার আলো দেখাচ্ছে। দেশে দক্ষ জনশক্তি তৈরী করা গেলে আমাদের অনেক বৈদেশিক মূদ্রার ব্যয় কমবে। বাণিজ্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে সুনাম অর্জন করেছে। রপ্তানি দিনদিন বাড়ছে। বাংলাদেশ এখন একটি শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে। আমাদের বিপুল সংখ্যক জনশক্তি আছে।

বাণিজ্যমন্ত্রী ৩১ অক্টোবর,২০২১,রবিবার ঢাকায় বিএফটিআই’র কনফারেন্স রুমে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র মধ্যে দেশে ব্যবসা-বাণিজ্যের জন্য দক্ষজনশক্তি সৃষ্টির উদ্দেশ্যে বাণিজ্য সংক্রান্ত নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের যুগোপযোগী আধুনিক ব্যবসায়িক শিক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডি) পরিচালনার জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী ও বিএফটিআই’র চেয়ারম্যান বলেন, বিএফটিআই এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে শিক্ষামূলক কোর্স (পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পরবর্তীতে মাস্টার্স) ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী চালু করার জন্য এবং বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসার উপর গবেষণা পরিচালনা করা একটি প্রশংসনীয় উদ্যোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং দেশের আর্থ সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে, সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং এলডিসি পরবর্তী বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।

আসন্ন বাণিজ্য-সম্পর্কিত চ্যালেঞ্জ সমূহ কাটিয়ে উঠতে বাণিজ্যে দক্ষ মানবসম্পদ তৈরি খুবই প্রয়োজন। বিএফটিআই এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রস্তাবিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়তে অবদান রাখবে।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে প্রতিষ্ঠান দুটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও মাস্টার্স প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম এবং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো শিক্ষামূলক কোর্সসমূহ যৌথভাবে পরিচালনা করবে।

বিএফটিআই-এর পক্ষে বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ জাফর উদ্দীন এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে ব্র্যাক ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ উদ্যোগের মাধ্যমে বাণিজ্য এবং বাণিজ্য-সম্পর্কিত ইস্যুতে প্রতিষ্ঠান দু’টির সক্ষমতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। ব্র্যাক ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টি’র চেয়ারপার্সন তামারা হাসান আবেদ, ব্র্যাক ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মিসেস মালেকা খায়রুন্নেসা, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস অফিসের রেজিস্ট্রার(অতিরিক্ত সচিব) শেখ শোয়েবুল আলম, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিএফটিআই এর কর্মকর্তারা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী বিএফটিআইয়ের ত্রৈমাসিক নিউজ লেটার (ট্রেড ফর চেঞ্জ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য