স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ।দলটির তারকা স্ট্রাইকার রবার্ট রবার্ট লেভানদোভস্কি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ।
এই চোটের কারণে মৌসুমের শুরুর দিকের ম্যাচে পোলিশ এই স্ট্রাইকারকে পাবে না কাতালান ক্লাবটি।
শুক্রবার (৯ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বার্সেলোনা লেভানদোভস্কির ইনজুরির কথা নিশ্চিত করেছে। তবে ঠিক কত দিন পর মাঠে ফিরবেন, তা জানানো হয়নি। বার্সার হয়ে চতুর্থ মৌসুম শুরুর অপেক্ষায় ছিলেন ৩৬ বছর বয়সী লেভা। তবে এখন চোটে দল থেকে ছিটকে গেলেন তিনি।
আগামী রবিবার হুয়ান গাম্পার ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে ম্যাচ মিস করবেন এই স্ট্রাইকার। শুধু তাই নয়, ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেও লেভানদোভস্কিকে পাবে না বার্সেলোনা। এমনকি আরও কিছু ম্যাচ মিস করতে পারেন লেভানদোভস্কি।
সবশেষ মৌসুমে বার্সার লা লিগা ও উয়েফা সুপার কাপের শিরোপা জয়ে বড় অবদান রাখেন রবার্ট লেভানদোভস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে ৪২ গোল করেন তিনি। লিগে তার ছিল দ্বিতীয় সর্বোচ্চ ২৭ গোল, যেখানে ৩১ গোল নিয়ে শীর্ষে ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
এদিকে বার্সেলোনার কোচ হানসি ফ্লিক এবং তার সহকারী মার্কাস সর্গকেও শাস্তি দিয়েছে উয়েফা। ইউরোপীয় ফুটবল পরিচালনা কমিটির শৃঙ্খলা কমিটি জানিয়েছে, অসদাচরণের জন্য এই জুটিকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে এবং উয়েফা ক্লাব প্রতিযোগিতায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। (স্পোর্টস ডেস্ক)