বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগকর্মকর্তা মোঃ আব্দুল লতিফ
বকসী ০৮ জুলাই ২০২১ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে , মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কে বা কাহারা একাধিক এ্যাকাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারনা চালিয়ে যাচ্ছে। এতে করে বাণিজ্যমন্ত্রীর ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবিষয়ে দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
বাণিজ্যমন্ত্রীর নামে এসব ভূয়া এ্যাকাউন্ট পরিচালনাকারীদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায়, দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ ভাবে উল্লেখ্য যে,বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,এমপি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোন ফেসবুক এ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক এ্যাকাউন্টও নেই। এবিষয়ে গত ৬ জুলাই, ২০২১ তারিখে ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) দায়ের করা হয়েছে, জিডি নং ২৩৯।