33.9 C
Rangpur City
Tuesday, September 30, 2025
Google search engine
Homeখেলাধুলাবাংলাদেশের কবে শুরু চ্যাম্পিয়নস ট্রফির ক্যাম্প?

বাংলাদেশের কবে শুরু চ্যাম্পিয়নস ট্রফির ক্যাম্প?

সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে পৌছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের। পরে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের পর্দা নামার অপেক্ষা। আর মাত্র দুইটি ম্যাচ পরই দেখা মিলবে একাদশ আসরের চ্যাম্পিয়নদের। টুর্নামেন্টটি শেষ করতেই শুরু হবে জাতীয় দলের চ্যাম্পিয়নস ট্রফির ব্যস্ততা।
আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) মিরপুরে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারনী ম্যাচ। তার পর পরই ক্যাম্পেইন শুরু হবে বলে জানা গেছে। এতে বিশ্রামে সুযোগ পাচ্ছেন না শান্ত-মিরাজরা।

জানা গেছে- নিজেদের প্রস্তুতি সারতে খুব একটা দেরি করতে চায় না বাংলাদেশ জাতীয় দল। তাই শুক্রবার বিপিএলের ফাইনাল শেষে শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প। প্রথমে মিরপুর শের-ই বাংলার মাঠে হবে দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ ফিল সিমন্স।

এই বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে ক্রিকেটাররা দুই একজন ঐচ্ছিকভাবে অনুশীলন করবেন। এছাড়া ৮ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও প্রধান সিমন্স পরখ করে দখবেন বলে জানা গেছে।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য