ভারতের মাটিতে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের আসন্ন সফরটি স্থগিত করা হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এই সিরিজেই নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করার কথা ছিল দুই দলের।
মূলত ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরের প্রস্তুতি নিচ্ছিলেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা। তবে হুট করেই বিসিসিআই এই সফর স্থগিতের সিদ্ধান্ত জানালো।
বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইয়ের কাছ থেকে সফরের স্থগিতাদেশের চিঠি পেয়েছে বিসিবি। চিঠিতে যদিও সফর স্থগিত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, ভারত এবং বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতিই এই সফর স্থগিতের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে চলতি বছরের শুরুতে ভারতের ছেলেদের দলেরও সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল, সেটিও স্থগিত করে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পিছিয়ে দেয়া হয়েছে।
নারী দলের এই সিরিজ আপাতত স্থগিত করা হলেও, পরে আয়োজনের সিদ্ধান্ত জানাবে বলে বিসিসিআই জানিয়েছে। তবে নতুন করে কোনো দিনক্ষণ তারা এখনো নির্ধারণ করেনি।
(স্পোর্টস ডেক্স)






