31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিফোনে থাকা তথ্য নিরাপদে রাখতে করণীয়

ফোনে থাকা তথ্য নিরাপদে রাখতে করণীয়

সাধারণত ম্যালওয়ারসহ বিভিন্ন ধরনের স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে সাইবার হামলা হয়ে থাকে। আগে থেকেই এ জন্য ফোনের নিরাপত্তা বাড়িয়ে নেয়া উচিত। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল।

অনেকেই প্রয়োজন ছাড়াই ফোনের ব্লুটুথ কানেকশন চালু রাখেন। এতে সহজেই সাইবার অপরাধীরা নানাভাবে ফোনে প্রবেশের সুযোগ পান। বিশেষ করে পাবলিক প্লেসে এ যাবতীয় ঝুঁকি বেশি থাকে। এ ক্ষেত্রে হ্যাকারদের শনাক্ত থেকে দূরে থাকা ও ফোন নিরাপদে রাখতে ব্লুটুথ নাম পরিবর্তন করে (যেমন: ডিভাইস ১২৩) রাখতে পারেন।

রাস্তাঘাটে চলতে ফিরতে ক্যাফেটেরিয়া, বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ বিভিন্ন জায়গাতেই পাবলিক ইউএসবি চার্জিং পোর্ট দেখা যায়। যা অনেকেই ব্যবহার করে থাকেন। এসব পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়েছে এনএসএ।

ক্যাফেটেরিয়া, বিমানবন্দর, বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ বিভিন্ন পাবলিক প্লেসে উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্ক পাওয়া যায়। যা অনেকেই ফ্রি মনে করে ব্যবহার করেন। এতে ফোনের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকে। এ জন্য পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার না করাই ভালো।

ফোনের অন্য সব বিষয়ের মতো ক্যামেরা ও মাইক্রোফোনও সুরক্ষিত রাখা উচিত। হ্যাকাররা অনেক সময় হট-মাইকিং নামে এক ধরনের সাইবার হামলার মাধ্যমে ফোনের মাইক্রোফোন গোপনে চালু করে আপনার আলাপচারিতা শুনে নিতে পারে। আবার ম্যালওয়ার বা ক্ষতিকর অ্যাপ ব্যবহার করেও সহজেই করা যায় কাজটি। এ জন্য কয়েকদিন পরপর ফোনের অ্যাপ পারমিশন ক্ষতিয়ে দেখা উচিত। এছাড়া অধিকতর নিরাপত্তার স্বার্থে ক্যামেরা কভার ও মাইক্রোফোন ব্লকার ব্যবহার করতে পারেন।

ফোনে থাকা যাবতীয় সব নিরাপদে রাখতে সপ্তাহে অন্তত একবার ফোন বন্ধ করে ফের চালুর পরামর্শ দিয়ে থাকেন সাইবার বিশেষজ্ঞরা। এতে ‘জিরো ক্লিক এক্সপ্লয়েট’ নামক সাইবার হামলা থেকে ফোন নিরাপদ রাখা যায়। (প্রযুক্তি ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য