আহসান উল হক
রংপুর মহানগরীর আলমনগরস্থ পীরপুর এলাকার বাসিন্দা মোঃ ফেরদৌস হোসেন (৩৫) সখের বসে তৈরি করছেন বটের বনসাই। সরেজমিন তার বাসার ছাদে গিয়ে দেখা যায় বেশকিছু বয়সী বনসাই তিনি সাজিয়ে রেখেছেন। এগুলোর মধ্যে একটির বয়স প্রায় ১৮ বছর। তিনি জানান, এই গাছটি তিনি পার্শ্ববর্তী এলাকা থেকে বনসাই করার উদ্দেশ্যেই সংগ্রহ করেছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যের কাছে বিক্রি করা বা বাণিজ্যিক উদ্দেশ্যে তিনি এই বনসাই তৈরিতে আগ্রহী নন।
চীনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বনসাইকৃত গাছ অনেক মূল্যবান একটি ঘর সাজানোর উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি অতি প্রাচীন পদ্ধতি। মূলত এই পদ্ধতিতে একটি গাছকে কাপড় অথবা বিভিন্ন উপকরণের সাহায্যে পেঁচিয়ে আবদ্ধ রেখে সময়ের সাথে তার দৈহিক বৃদ্ধি রোধ করা হয়।
তিনি আরো জানান যে, এর পাশাপাশি তিনি বিভিন্ন জাতের কবুতর পালনও করছেন। তার বাসার ছাদে বেশ কয়েক প্রজাতির কবুতরের দেখা মেলে। তার ভাষ্যমতে, পাড়া-প্রতিবেশী ছাড়াও দূর দূরান্ত থেকে সৌখিন মানুষ তার এই বনসাই গাছগুলিকে দেখার জন্য আসেন।