শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’ (স্থানীয় নাম: উয়ান)
ফিলিপিন্সের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে। এটি রবিবার(৯ নভেম্বর) রাতে স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রভাবে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ব্যাপক ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।ফাং-ওয়ং প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে এবং এর প্রভাব পড়বে প্রায় পুরো ফিলিপিন্সজুড়ে। ইতোমধ্যেই পূর্বাঞ্চলের বিকোল ও সামার এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।
আবহাওয়াবিদ বেনিসন এসতারেজা জানান, বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। স্থলভাগে আঘাতের সময় বেগ ১৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ঘরবাড়ি, স্থাপনা ও গাছপালা ধ্বংস করতে সক্ষম।
২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস, যা বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করেছে।সেই সাথে ১০০–২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
উপকূলীয় এলাকায় পাঁচ মিটার উচ্চতার ঢেউ ওঠার আশঙ্কা। কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ রাখার এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি টাইফুন বা ঘূর্ণিঝড়গুলোকে আরও শক্তিশালী ও বিধ্বংসী করে তুলছে। ফিলিপিন্স সরকার জনগণকে সতর্ক থাকার এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
(আন্তর্জাতিক ডেস্ক)






