22.3 C
Rangpur City
Monday, December 22, 2025
Google search engine
Homeখেলাধুলাফিফার র‍্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান

ফিফার র‍্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান

ভারতকে ১-০ গোলে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে র‍্যাঙ্কিংয়ে তিন এরপর আর কোনো ম্যাচ খেলেনি হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। তাই ফিফার হালনাগাদকৃত সবশেষ র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের কোনো নড়চড় হয়নি। সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ গত মাসের মতো ১৮০ তম অবস্থানেই রয়েছে। বাংলাদেশের মতো র‌্যাংকিংয়ে শীর্ষস্থানগুলোও অপরিবর্তিত রয়েছে। স্পেন প্রথম, আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল।

নভেম্বর প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ফিফা সে ম্যাচের ফল প্রদর্শন করেনি। বাফুফে ফিফা এবং এএফসিকে বিষয়টি জানায়। দুই প্রতিষ্ঠানই ডিসেম্বর মাসের র‍্যাঙ্কিংয়ে সেটি সমন্বয়ের কথা বলেছিল।
সেই ম্যাচ ড্র হওয়ায় র‍্যাঙ্কিংয়ের অবস্থানের নড়চড় না হলেও ওই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। নভেম্বর মাসে হ্যাভিয়ের কাবরেরার দলের ছিল ৯১১.১৯ পয়েন্ট, সেটা ডিসেম্বরে হয়েছে ৯১১.১০। ১৭৯ তম অবস্থানে থাকা কম্বোডিয়ার অবস্থান ৯১১.৫৪ পয়েন্ট।
অ্যাওয়ে ম্যাচে নেপাল ২ গোলে ড্র করেছে এজন্য তাদের পয়েন্ট খানিকটা বেড়েছে ডিসেম্বরে। নভেম্বরে যেখানে ছিল ৯০২.৪৪ পয়েন্ট সেখানে ডিসেম্বরে ০.০৮ বেড়ে হয়েছে ৯০২.৫২ পয়েন্ট। এতে অবশ্য নেপালের অবস্থানের কোনো উন্নতি হয়নি। কারণ ১৮১ তম স্থানে থাকা বেলিজের পয়েন্ট ৯১০.৭৪ পয়েন্ট। (স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য