31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeখেলাধুলাপয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

রিদওয়ান ইসলাম বিহন :
শ্রীলঙ্কার বিপক্ষে অনেক সুখস্মৃতি আছে বাংলাদেশের। তবে তাদের বিপক্ষে এর আগে কখনোই ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা।দীর্ঘদিনের সেই আক্ষেপ অবশেষে ঘুচে গেল। লঙ্কানদের বিপক্ষে নতুন ইতিহাস গড়লেন তামিম-মুশফিকরা।সুপার লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ।ফলে টাইগারদের সংগ্রহ এখন ৫০ পয়েন্ট।  


পয়েন্ট তালিকার দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ড ৯ ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া সমান ৬টি করে ম্যাচ খেলে ৪টি করে জয় পেয়েছে। ৩ ম্যাচে খেলে ৩টিতেই জেতা নিউজিল্যান্ড আছে তালিকার পাঁচে। সমান ম্যাচে সমান জয় নিয়ে ছয়ে আফগানিস্তান।


সুপার লিগের পয়েন্ট তালিকার সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত আছে অষ্টম স্থানে। ভারতের পরেই জিম্বাবুয়ের অবস্থান। এরপর আছে যথাক্রমে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর শ্রীলঙ্কা আছে তালিকার একদম নিচে। এখন পর্যন্ত সুপার লিগের পাঁচ ম্যাচ খেলে কোনো জয় পায়নি লঙ্কানরা।  


News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য