নতুন সম্পর্কে জড়ানোর খবর সামনে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমির খান। এক বছর ধরে প্রেম করছেন বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ২৫ বছরের পরিচয়ের পর সম্পর্কের নতুন মোড় নিয়ে এতদিন নানা জল্পনা থাকলেও, এবার নিজেই স্বীকার করলেন প্রেমের কথা।
ব্যক্তিগত জীবনে আমির খান এর আগে রিনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছিলেন। দুই সম্পর্কেরই আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। তবে নতুন সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি আমির ও গৌরী।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়-মঙ্গলবার (১৮ মার্চ) প্রথমবারের মতো প্রেমিকা গৌরীর সঙ্গে মুম্বাইয়ে প্রকাশ্যে আসেন তিনি। এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের সামনে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন তারা। এদিন অফিস থেকে বের হওয়ার সময় গৌরীর জন্য অপেক্ষা করছিলেন আমির। ক্যামেরার সামনে আন্তরিকভাবে হাত নাড়তে দেখা যায় তাকে।
তবে গৌরী সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এবং নিজেকে মিডিয়ার নজর থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। সেসময় আমিরকে ঢিলেঢালা কালো প্যান্ট ও প্রিন্টেড কুর্তায় দেখা যায়, অন্যদিকে গৌরী পরেছিলেন ধূসর ট্রাউজারের সঙ্গে সাদা সুতির শার্ট।
গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে আমির খান ফিল্মসে কর্মরত। পেশাগতভাবে তিনি একজন হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেছেন। তার মা তামিল এবং বাবা আইরিশ। এছাড়া, তার দাদা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। গৌরী ছয় বছর বয়সী এক সন্তানের মা। (বিনোদন ডেস্ক)