টাংগাইল-০২(গোপালপুর,ভূঞাপুর)আসনের সাবেক সংসদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত খন্দকার আসাদুজ্জামান সাহেবের স্ত্রী বেগম কুলসুম জামান ১৯ জুন শনিবার ভোর ৫-২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)মহান আল্লাহ তালা তাকে জান্নাত দান করুন (আমিন)
একশোক বার্তায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, খন্দকার আসাদুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে তিনি জাতীয় সংসদে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।