31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাপ্রথমবারের মতো দেশে কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি

প্রথমবারের মতো দেশে কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি

ডেস্ক নিউজ –

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধর কাটাছেঁড়া ছাড়াই দেশীয় জাতের একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি করেছেন। কুকুরের এ ধরনের শল্যচিকিৎসা দেশে প্রথমবারের মতো হলো।

সম্প্রতি সিভাসুর ভেটেরিনারি ক্লিনিকের আওতাধীন এস এ কাদেরী টিচিং হাসপাতালে সার্জারি করে কুকুরটিকে বন্ধ্যাকরণ করা হয়। ০৫ সেপ্টেম্বর,
মঙ্গলবার সার্জারির বিষয়ে অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধর বলেন, দেশে প্রথমবারের মতো কোনো প্রাণীর শরীরের ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়েছে। এই সার্জারির মাধ্যমে প্রাণীটিকে ধকল সইতে হবে না। ব্যথা কম হবে। এক সপ্তাহর মধ্যেই সেরে উঠবে।

বিবেক চন্দ্র সূত্রধর আরো বলেন, ল্যাপারোস্কোপিক সার্জারিকে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারি’ বা কিহোল সার্জারিও বলা হয়। এটি জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে করা হয়। প্রচলিত সার্জারি পদ্ধতিগুলোর তুলনায় এটি বেশ সহজ। এতে কাটাছেঁড়া একদম করতে হয় না বললেই চলে।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য