15.1 C
Rangpur City
Sunday, January 12, 2025
Google search engine
Homeবিভাগীয় খবরপ্রতিবন্ধীদের সাথে জন্মদিন পালন করলেন রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি

প্রতিবন্ধীদের সাথে জন্মদিন পালন করলেন রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি

মো: রিদওয়ান নুর রহমান-

রংপুরের ভিন্নজগত বিনোদন পার্কে শতাধিক প্রতিবন্ধী শিশুর সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিনোদনকেন্দ্র ভিন্নজগতে প্রতিবন্ধীদের সঙ্গে নানা আয়োজনে নিজের জন্মদিন পালন করেন তিনি।

এ সময় বিভিন্ন রাইডে প্রতিবন্ধী শিশুদের উঠানো, উন্নত খাবার বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই বিতরণ করেন তিনি।

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, আমি প্রতি বছর আমার জন্মদিন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পালন করার চেষ্টা করি। তাদের সঙ্গে একবেলা খেতে পেরে এবং সময় কাটাতে পেরে অনেক বেশি আনন্দিত হয়েছি।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জিন্নাত হোসেন লাভলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমুল হকসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৫ সালের এই দিনে সদর উপজেলার মমিনপুর এলাকায় জন্মগ্রহণ করেন এস এম সাব্বির আহমেদ। কলেজ থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। পর্যায়ক্রমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং গত বছরের জুন মাসে তিনি ছাত্রলীগের রংপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য