বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল জুনিয়র হকি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণী পর্বের কোয়ার্টার ফাইনালে ওমানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের তরুণরা।দ্যুতি ছড়িয়েছেন দলের তারকা ফরোয়ার্ড আমিরুল ইসলাম, করেছেন পাঁচ গোল। গ্রুপ পর্বে দুই হ্যাটট্রিকের পর এই ম্যাচেও পেনাল্টি কর্নার থেকে চারটি গোলসহ পাঁচবার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের জালে। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রাকিবুল হাসানও, এছাড়া মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু করেছেন জোড়া গোল। একটি গোল করেন ওবায়দুল হাসান।
ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই বাংলাদেশ দাপট দেখাতে থাকে। শুরুতেই তিনটি পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে ৩-০তে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুলের জোড়া গোল ব্যবধান বাড়ায়। বিরতির পর ৩৩ মিনিটে আবদুল্লাহর গোলের পর আবারও পেনাল্টি কর্নার থেকে স্কোর করেন আমিরুল। ওবায়দুলের গোলসহ শেষ কোয়ার্টারে সাজু, আমিরুল, রাকিবুল ও আবদুল্লাহ আরও একবার স্কোর করে ১৩-০ গোলে জয় নিশ্চিত করে।
প্রথমবার জুনিয়র বিশ্বকাপে অংশ নেয়া দুটি দলই বাংলাদেশ ও ওমান গ্রুপ পর্বে সুবিধা করতে না পারলেও ওমানের অবস্থা ছিল আরও নাজুক। তিন ম্যাচে ২৩ গোল হজম করে কোনো গোল করতে পারেনি তারা। আজও তিনটি পেনাল্টি কর্নার পেয়েও গোলের দেখা পায়নি।
গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র, অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ এবং ফ্রান্সের কাছে ৩-২ ব্যবধানে হারলেও সিগফ্রিড আইকম্যানের দল সব গ্রুপ মিলিয়ে ষষ্ঠ সেরা তৃতীয় দল হয়ে ১৭-২৫তম স্থান নির্ধারণী পর্বে জায়গা করে নেয়।
ওমানকে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেরা চারের লড়াই জিতে ফাইনালে পৌঁছাতে পারলে জুনিয়র বিশ্বকাপে ১৭তম স্থান নিশ্চিত করার সুযোগ থাকছে লাল-সবুজের তরুণদের সামনে।
(স্পোর্টস ডেস্ক)






