২৬মে, বুধবার রাতে আকাশে দেখা যাবে সুপার ব্লাড মুন। এটা হবে বছরের প্রথম ব্লাড মুন। বিশ্বের অনেক স্থান থেকেই দেখা যাবে এই ব্লাড মুন। কিন্তু ভারতের একাধিক জায়গা থেকে দেখা মিলবে না সুপার ব্লাড মুনের। মহাকাশ প্রেমীরা উপভোগ করবেন সেই রাতে চমৎকার একটি দৃশ্য।জানা গেছে সুপার ব্লাড মুনের স্থায়িত্ব হবে ১৪ মিনিট ৩০
সেকেন্ড।
একই অক্ষরেখায় ঘুরতে ঘুরতে পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন একই সরলরেখায় চলে আসে তখন চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে। এমন সময় সূর্যের আলো সরাসরি চাঁদের উপরে এসে পড়ে না। এই প্রতিসরণের জন্য সূর্যের আলো চাঁদের অন্ধকার অংশে পতিত হওয়ায় চাঁদকে রক্তিম দেখায়। তাই তখন চাঁদকে ব্লাড মুন বলা হয়।
ব্লাড মুন কে ঘিরে মানুষের মধ্যে রয়েছে বহু জল্পনা- কল্পনা । প্রাচীনকালে ইনকা সভ্যতার মানুষ মনে করত, চিতা বাঘ শিকারে গিয়ে কেউ আহত হওয়ার জন্য চাঁদ রক্তিম হয়ে উঠেছে।
হুপা উপজাতি মনে করে চাঁদের রক্তিম ভাব অর্থ চাঁদ কোনো ভাবে আহত হয়েছে।
সুপার ব্লাড মুনের দেখা পাওয়া যাবে ভূপৃষ্ঠের বিশেষ কিছু অঞ্চলে যথা- অস্ট্রেলিয়া, পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা, নিউজিল্যান্ড, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে।
সূত্র BBDesk