26 C
Rangpur City
Wednesday, January 22, 2025
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাপিত্তথলিতে পাথর হলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে?

পিত্তথলিতে পাথর হলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে?

হালকা বাদামি, ময়লাটে সাদা বা কুচকুচে কালো রঙের হতে পারেপিত্তথলির পাথর। পেটের ডানদিকে যকৃতের পেছনে ও তলার দিকে পিত্তথলি থাকে। পিত্তরস তৈরি করাই এর কাজ। খাবার হজমে, বিশেষ করে চর্বিজাতীয় খাবার হজম করতে পিত্তরস দরকার হয়। নানা কারণে পিত্তথলিতে বিভিন্ন পদার্থ জমে গিয়ে পাথরের সৃষ্টি করে।

কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি এই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে এবং পিত্তথলির পাথর যখন তার সঙ্গে সংযোগকারী পিত্তনালির পথ বন্ধ করে দেয় অথবা পিত্তথলির প্রদাহের কারণ হয়ে দাঁড়ায়।

পিত্তথলির পাথরে যেসব সমস্যার সৃষ্টি হয়-
কোলেসিস্টাইটিস বা পিত্তথলির প্রদাহজনিত জটিলতা হতে পারে।পিত্তনালির প্রতিবন্ধকতাজনিত জটিলতার আশঙ্কা আছে। অগ্ন্যাশয়ের প্রদাহজনিত জটিলতা বা প্যানক্রিয়াটাইটিস। পিত্তথলির ক্যানসার। যদিও পিত্তথলির ক্যানসারের ঝুঁকি খুবই কম।

যেকোনো বয়সেই পিত্তথলিতে পাথর হতে পারে।
যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি বা যাদের মেদবাহুল্য রয়েছে। নারীদের,যাদেন বয়স ৪০ বা এর বেশি। চর্বিজাতীয় খাবার বেশি পরিমাণে খেলে।
শাকসবজি কম খেলে। ইস্ট্রোজেনসম্পন্ন ওষুধ
খেলে। অতি দ্রুত ওজন হ্রাস করলে। বিশেষ ধরনের রক্তরোগ হলে। লিভার বা যকৃতের রোগ হলে।

পিত্তথলির পাথর হলে কিছু উপসর্গ দেখা দেয়-
হঠাৎ করে পেটে তীব্র ব্যথা, যা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। বমি বমি ভাব।
চোখ ও চামড়া হলুদ বর্ণ ধারণ করলে বুঝতে হবে জন্ডিস হয়েছে। সাধারণত পিত্তনালির কোনো সমস্যা দেখা দিলেই জন্ডিস হয়ে থাকে। জ্বর বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া।

পিত্তথলির পাথরজনিত উপসর্গের একমাত্র চিকিৎসা অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলির অপসারণ। পিত্তথলির সমস্যাসহ শারীরিক যেকোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
সুস্থ থাকুন। (ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য