27.2 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলপপ তারকা শাকিরা হাসপাতালে ভর্তি,কনসার্ট বাতিল

পপ তারকা শাকিরা হাসপাতালে ভর্তি,কনসার্ট বাতিল

সম্প্রতি পেরুর একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা শাকিরা। হঠাৎ করে তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আর এতে কনসার্ট বাতিল করা হয়।

ইউএস টুডে থেকে জানা যায়- ১৫ ফেব্রুয়ারি,
শনিবার রাতে হঠাৎ পেটের ব্যথা শুরু হয় শাকিরার। ব্যথার তীব্রতা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শাকিরা নিজেই এই তথ্য জানিয়েছেন।

শাকিরা তার পোস্টে উল্লেখ করেন, গত রাতে পেটের তীব্র ব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে পর্যবেক্ষণে আছি এবং চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে মঞ্চে পারফর্ম করতে পারবেন না।

শাকিরা তার ভক্তদের ধৈর্য ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসি। বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ। শাকিরার দ্রুত সুস্থতা কামনা করে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।

পেরুর ভক্তদের উদ্দেশ্যে শাকিরা দুঃখ প্রকাশ করে বলেন, শো স্থগিত করতে হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। আমি পেরুর দর্শকদের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে ছিলাম। তিনি আরও জানান, তার টিম এবং কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণে কাজ করছেন এবং শিগগিরই তা ঘোষণা করা হবে। (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য