21.8 C
Rangpur City
Thursday, November 14, 2024
Google search engine
Homeখেলাধুলানিগার সুলতানা জ্যোতি বিশ্বকাপের সেরা একাদশে

নিগার সুলতানা জ্যোতি বিশ্বকাপের সেরা একাদশে

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ২০ অক্টোবর রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জেতে ওশেনিয়ার দেশটি। এবার সেই আসরের সেরা একাদশ ঘোষণা করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি।

এই সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলে উইকেট কিপার-ব্যাটার হিসেবে রয়েছেন তিনি।
নিগার আসর শুরু করেন স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ রান করে। স্কটিশদের হারিয়ে বিশ্বকাপে ১০ বছর পর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে পরের তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ ও অপরাজিত ৩২ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওয়াট-হজ (ইংল্যান্ড), অ্যামিলিয়া কার (নিউজিল্যান্ড), হারমানপ্রিত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা জ্যোতি (উইকেটকিপার, বাংলাদেশ), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), মেগান শাট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)
দ্বাদশ খেলোয়াড়: ইডেন কার্সন (নিউজিল্যান্ড)
উল্লেখ্য, ২০২৬ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ