31.7 C
Rangpur City
Sunday, March 16, 2025
Google search engine
Homeখেলাধুলানিউজিল্যান্ডের কাছে পাকিস্তান ৯ উইকেটে পরাজিত

নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান ৯ উইকেটে পরাজিত

রবিবার (১৬ মার্চ) ক্রাইস্টচার্চের হাগলি ওভালে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সালমান আগার দল ১৮.৪ ওভারে গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে। যা নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন। নিউজিল্যান্ড এই রান তাড়া করেছে ৯ উইকেট আর ৫৯ বল হাতে রেখে।

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান : ১৮.৪ ওভারে ৯১/১০ (খুশদিল শাহ ৩২, আগা সালমান ১৮ ও জাহানদাদ খান ১৭; জ্যাকব ডুফি ৪/১৪, কাইল জেমিসন ৩/৮, ইশ সোদি ২/২৭)
নিউজিল্যান্ড : ১০.১ ওভারে ৯২/১ (টিম সেইফার্ট ৪৪, ফিন অ্যালেন ২৯, টিম রবিনসন ১৮, আবরার আহমেদ ১/১৫)
ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা : কাইল জেমিসন

ইনিংসের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটিং ছিল একেবারে যাচ্ছেতাই। তরুণ কিউই বোলারদের সামনে তারা পুরো ২০ ওভারও টিকতে পারেনি। কাইল জেমিসন ও জ্যাকব ডাফির তোপের মুখে পড়ে পাওয়ার প্লেতে ১৪ রান তুললেই ৪ উইকেট খুইয়ে বসে তারা। দুই ওপেনার মোহাম্মদ হারিস ও অভিষিক্ত হাসান নওয়াজ সাজঘরে ফিরেছেন শূন্য হাতে। ইরফান খান ১ ও শাদাব খান ৩ রান করেন।

একমাত্র খুশদিল শাহ ছাড়া আর কেউই ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি এই ব্যাটার করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৩২ রান। এছাড়া অধিনায়ক সালমান আগা ২০ বলে ১৮ ও পেস অলরাউন্ডার জাহানদাদ খানের ১৭ বলে ১৭ রান ছাড়া পাকিস্তানের আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ডাফি উইকেট নিয়েছেন ১৪ রানে ৪টি, জেমিসনের শিকার ৮ রানে ৩টি।

ছোট পুঁজি নিয়ে যেমন শুরু করা দরকার ছিল, নিউজিল্যান্ডের সঙ্গে নূন্যতম লড়াই পর্যন্ত করতে পারেনি পাকিস্তানের বোলাররা। দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন ৫.৫ ওভারে ৫৩ রান তুলে ফেলেন। এরপর সেইফার্ট ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৪ রান করে আবরার আহমেদের বলে ফিরলেও অ্যালেন ১৭ বলে ২৯ রানে রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তার সঙ্গী টিম রবিনসন ১৫ বলে করেন অপরাজিত ১৮ রান। ম্যাচসেরা হন কাইল জেমিসন। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ১৮ মার্চ। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য