কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ–২০২৫ এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই ট্রফির উন্মোচন করেন।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, লজিস্টিক, নিরাপত্তা ও আবাসনসহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুষ্ঠানে ড. ইউনূস টুর্নামেন্টের সফল আয়োজন ও নারীর ক্রীড়াঙ্গনে অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন।
এদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সরকার নারী ক্রীড়াবিদদের আরও সুযোগ সৃষ্টিতে কাজ করছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১১টি দেশ।
(ডেক্স নিউজ)






