31.1 C
Rangpur City
Sunday, September 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরনানা আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস উপযাপিত হচ্ছে

নানা আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস উপযাপিত হচ্ছে

রংপুর মহানগর প্রতিনিধি-

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১২অক্টোবর,বুধবার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।

সকালে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধনের পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এসে শেষ হয়। এতেশিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
এরপর দিবসটি উপলক্ষে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ।এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী নারী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ, ডিন ড. তুহিন ওয়াদুদ, ডিন ড. শরিফুল ইসলাম, ডিন প্রফেসর ড. গাজী মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.হাসিবুর রশীদ।

আলোচনা সভায় প্রধান অতিথি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “আগামী মাসে টেন্ডার হবে এবং ১ বছরের মধ্যে গেইটের কাজ শেষ হবে।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড.সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার প্রফেসর ড.মজিব উদ্দিন আহমদ।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো: শরিফুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. আবু রেজা মো: তৌফিকুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মো: ফরিদ উল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মতিউর রহমান, বাংলাদেশ ছাত্রলাীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা”র সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীম, জনসংযোগ, তথ্য ও প্রকাশা বিভাগের উপ-পরিচালক মো: মোহাম্মদ আলী প্রমুখ।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিকেলে স্বাধীনতা স্মারক মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য