সাজেদুল করিম:
আমরা অনেকেই মাওয়া ঘাটে গিয়ে থাকি পদ্মার তাজা ইলিশ খাওয়ার জন্য।কিন্তু এখন মাওয়া ঘাট যাওয়ার পথেই দেখতে পাওয়া যাবে একটি রেস্টুরেন্ট। যা দেখতে ইলিশ মাছের মত।
মাওয়া শিমুলিয়া ঘাটের কাছে গেলে অনেক কিছুই আপনাকে পুলকিত করে তুলবে।
রেস্টুরেন্টটির পরিবেশ মনোমুগ্ধকর। ভিতরে প্রবেশ করা মাত্রই চক্ষু চড়কগাছ। এই রেস্টুরেন্টের ভিতরের নকশার আছে নজর কাড়া সৌন্দর্য।
প্রজেক্ট হিলশার বিশেষ আকর্ষণ পদ্মার তাজা ইলিশ এখানে কেজি হিসেবে বিক্রি করা হয়। একা খেতে চাইলেও এক অর্ডারে দুই পিস করে নিতে হয়।
ইলিশ ছাড়াও পাওয়া যায় বাংলা,থাই,ইন্ডিয়ান খাবার ও কাবাব।
বাফেলো উইংস (দুইশত টাকা মাত্র),গরুর টিক্কা কাবাব (তিনশত টাকা মাত্র -২পিস),বাটার নান ( একশতটাকা মাত্র)।
প্রতি খাবারের মূল্যের সাথে থাকবে ২৫% ভ্যাট।