20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাদাঁত ঠিক রাখতে টুথ ব্রাশের সঠিক যত্নে করণীয় কী?

দাঁত ঠিক রাখতে টুথ ব্রাশের সঠিক যত্নে করণীয় কী?

যত খোলামেলা স্থানে টুথব্রাশ রাখা যাবে, ততই ভাল। বিশেষত ব্রাশ ভেজা অবস্থায় ঢাকনা দিয়ে রাখলে জীবাণু সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। যদি নিতান্তই ঢাকনা দিয়ে রাখতে হয়, তবে বিশেষজ্ঞদের মতে প্রতি দু’সপ্তাহ অন্তর ভাল করে সাফ করতে হবে ব্রাশের ঢাকনা।

বাড়ির প্রত্যেক সদস্যের ব্রাশ একই পাত্রে সাজানো থাকে। এই ভাবে ব্রাশ রাখা মোটেও সু অভ্যাস নয়। বরং এতে এক জনের ব্রাশ থেকে অন্য জনের ব্রাশে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ে। যদি এক পাত্রেই রাখতে হয়, তবে তাতে ঢাকনা পরিয়ে রাখতে হবে।

পাশাপাশি বাথরুমে ব্রাশ রাখা একেবারে চলবে না।
শৌচাগারের স্যাঁতসেঁতে ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় রোগজীবাণুর বিস্তার অনেক সহজ হয়। শৌচাগারে রাখা ব্রাশে রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও তাই অনেকটাই বেশি।

যদি ব্যবহার করার আগে ও পরে সাধারণ পানিতে না ধুয়ে উষ্ণ পানিতে টুথব্রাশের আগা ধুয়ে নেওয়া যায়, তবে জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে অনেকটাই। যদি গরম পানির ব্যবস্থা না থাকে, তবে যে কোনও মাউথ ওয়াশে মিনিট দুয়েক চুবিয়ে রাখলেও জীবাণু মুক্ত হবে ব্রাশ।
(স্বাস্থ্য ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য