31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeখেলাধুলাদক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে'র বিরল রেকর্ড

দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে’র বিরল রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে আজ এক বিরল রেকর্ড গড়েছেন। অভিষেকের পর থেকেই রানের বন্যা বইয়ে দেয়া এই ব্যাটার নিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচেই ২০০-এর বেশি রান করেছেন, যা বিশ্ব ক্রিকেটে প্রথমবার ঘটল।

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকা স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় । এই ম্যাচে ব্রিটজকে ৮৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৩ রান করেন।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে ১৫০ রান করে রেকর্ড গড়েছিলেন তিনি। প্রথম দুই ওয়ানডেতে তার মোট রান ২৩৩, যা আগের রেকর্ডধারী ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইনসের (১৯৫) চেয়ে বেশি।

প্রথম দুই ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার পাশাপাশি ব্রিটজকে ভেঙেছেন হেইনসের আরেকটি রেকর্ডও। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল হেইনসের ১৪৮, যা ব্রিটজকে নিজের ১৫০ রানের ইনিংস দিয়ে ছাড়িয়ে গেছেন।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাভুমা, যা ফলপ্রসূ হয়। ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শক্তিশালী শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে স্বাগতিকরা।

আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫২ রান তোলে। হেনরিখ ক্লাসেন সর্বোচ্চ ৮৭ রান করেন, ৫৬ বলে ১১ চার ও ৩ ছক্কার ঝড়ো ইনিংস খেলেন তিনি। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৮২ রান। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য