সিরিজের প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে
শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৯৪ রানের পুঁজি পেল দক্ষিণ আফ্রিকা। দলটির ওপেনার রেজা হেনরিক ফিফটি করেছেন। টনি ডি জর্জি ও জর্জ লিন্ডে ঝড়ো ইনিংস খেলেছেন।
মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানের ওপেনিং জুটি পায় দক্ষিণ আফ্রিকা। অবসর ভেঙে ফেরা কুইন্টন ডি কক ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। পাঁচটি চার মারেন তিনি। তিনে নামা ডি জর্জি ১৬ বলে ৩৩ রানের দারুণ এক ঝড় দেখান। পাঁচটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকা ৯ ওভারেই ২ উইকেটে ১০৪ রান তুলে ফেলে।
শেষ দুই ওভারে মাত্র ১১ রান নিতে পারায় সফরকারীরা দুইশ’ ছাড়াতে পারেনি সংগ্রহ। প্রোটিয়া ওপেনার হেনরিক ৪০ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৬০ রানের ইনিংস খেলেন। তবে মিডলের ডেওয়াল্ড ব্রেভিস (৫), ম্যাথু ব্রিটজকে (১) ও অধিনায়ক দোনোভান পেরেইরা (১০) ব্যর্থ হন। লোয়ার মিডলের জর্জ লিন্ডে ২২ বলে ৩৬ রান করেন। তার ব্যাটেই দুইশ’র কাছে যায় দক্ষিণ আফ্রিকা। তিনি চারটি চার ও একটি ওভার বাউন্ডারি মারেন।
পাকিস্তানের বাঁ হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। পার্ট টাইম স্পিনার সাঈম আইয়ূব ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে লেগ স্পিনার আবরার আহমেদ খরুচে ছিলেন। তিনি ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। শাহিন আফ্রিদি ৪ ওভারে ৪৫ ও নাসিম শাহ ৩ ওভারে ৩৪ রান দিয়ে ১টি করে উইকেট নিতে পারেন।
(স্পোর্টস ডেক্স)






