সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৭১টি আবেদনের মধ্যে তৃতীয় দিনের শুনানিতে ৪১ জনের আপিল মঞ্জুর হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল আবেদনের শুনানি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো নির্বাচন কমিশন।শুনানি শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ৪১টি আপিল মঞ্জুর হয়েছে, ২৪টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং একজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৪টি আপিল এখনও অপেক্ষমান আছে।
জানা গেছে, পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজান। তার দায়েরকৃত ১০৭/২০২৯ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।এর আগে, শনিবার ও রোববার মোট ১০৯ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে ৬৪৫ জন আপিল করেছিলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সবাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।নির্বাচন কমিশন জানায়, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
(নিউজ ডেক্স)






