32 C
Rangpur City
Monday, August 25, 2025
Google search engine
Homeখেলাধুলাতৃতীয় ওয়ানডেতে তিন সেঞ্চুরি অস্ট্রেলিয়ার

তৃতীয় ওয়ানডেতে তিন সেঞ্চুরি অস্ট্রেলিয়ার

রোববার (২৪ আগস্ট) ম্যাকেতে সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৪৩১ রান। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাটিতে এখন এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। প্রথম দুই ওয়ানডে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ আগেই খুইয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ হারের জেদ মনে হয় তৃতীয় ওয়ানডেতে ওঠাল অজিরা।

রবিবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগের ম্যাচে সিরিজ নিশ্চিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার দলে ছিল বেশকিছু পরিবর্তন। সেটাকেই কাজে লাগিয়েছে অজি ব্যাটসম্যানরা। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ওপেনিং জুটি থেকেই আসে ২৫০ রান। যেখানে হেড ১০৩ বলে ১৭ চার ও ৫ ছক্কায় করেন ১৪২ রান।

হেড আউট হওয়ার কিছুক্ষণ পরই শতক হাঁকান মার্শ। তবে শতক করার পরের বলেই মুতুসামির বলে ক্যাচ দিয়ে ফেরেন অজি অধিনায়ক। এরপর ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান।

মাত্র ৪৭ বলে শতক হাঁকিয়ে রেকর্ডের খাতায় নাম তোলেন গ্রিন। ম্যাক্সওয়েলের (৪০ বলে) পর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বনিম্ন বলে শতক হাঁকালেন এই অজি অলরাউন্ডার। আর ওয়ানডে ক্রিকেটে যা যৌথভাবে দশম। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষেও ৪৭ বলে শতক করেছিলেন ইংলিশ ব্যাটার জস বাটলার।

গ্রিন ৫৫ বলে ৬ চার ও ৮ ছক্কার মারে ১১৮ রানে অপরাজিত ছিলেন। আর শেষদিকে ক্যারিও নিজের অর্ধশতক পূরণ করেছেন। ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন ক্যারি। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন কেশব মহারাজ ও সেনুরান মুতুসামি। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য