33.6 C
Rangpur City
Monday, April 21, 2025
Google search engine
Homeখেলাধুলাতামিম অবসর নিলেন, সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা

তামিম অবসর নিলেন, সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। ১০ জানুয়ারি,শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান- বাংলাদেশের জার্সিতে আর তাকে দেখা যাবে না।

এই ঘোষণা দেয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের তাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির পরিকল্পনা করতে হচ্ছে।

এদিকে তামিমের পর সাকিব আল হাসানকে ঘিরে এবার জাতীয় দলের জন্য বড় প্রশ্ন । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নিশ্চিত নয়, সাকিব আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবেন কিনা। নির্বাচকরা স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেললেও সাকিবের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে।

বিসিবির এক নির্বাচক গণমাধ্যমকে জানান- সাকিবের ব্যাপারে এই মুহূর্তে কোনো খবর নেই। তিনি দেশে নেই এবং তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। মূলত বোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

নির্বাচকদের দুশ্চিন্তা আরো বেড়েছে কারণ- সাকিব চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আগ্রহী কিনা, সেটাও এখনো স্পষ্ট নয়। নির্বাচক প্যানেলের সেই সদস্য আরো জানান- সবকিছুর আগে জানতে হবে যে, সাকিবকে এই সময়ে পাওয়া যাবে কিনা। সেটা না জানলে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব না।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য