24.1 C
Rangpur City
Monday, October 13, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন দুই দেশের দুই কিংবদন্তি

ঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন দুই দেশের দুই কিংবদন্তি

আগামী ১৪ নভেম্বর ঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন দুই দেশের দুই কিংবদন্তি- বাংলাদেশের রকস্টার নগর বাউল জেমস এবং পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন এর আলী আজমত।

এই ঐতিহাসিক কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন বাজ। প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়, রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এই জমকালো কনসার্ট।

আয়োজকরা জানান- ১৪ নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকাল ৫টায়। কনসার্টে প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।

জেমস এবং আলী আজমত ছাড়াও এই কনসার্টে কি আরো কেউ থাকছেন কিনা, এমন প্রশ্নে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন গ্রুপের সাজ্জাদ আহমেদ বলেন, নগরবাউল জেমস এবং আলী আজমত দুজন সিনিয়র আর্টিস্ট, তাদের কনফার্ম করা হয়েছে। হয়তো পরবর্তীতে লাইন আপে আরো কেউ কেউ যুক্ত হতে পারেন। তবে সেটা নিশ্চিত হলেই আমরা ঘোষণা করবো। আরেকটি বিষয়, ব্যান্ড জুনুন কিন্তু আসছে না, এই দলের প্রধান ভোকাল আলী আজমত- তিনি আসছেন সলো আর্টিস্ট হিসেবে।

‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির জন্য এরই মধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে এর অগ্রিম টিকিট বিক্রি।

তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। দাম নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৬ হাজার ৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৯৯ টাকা। (বিনোদন ডেস্ক

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য