সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হামজা চৌধুরী। আসন্ন নেপাল ও ভারত ম্যাচে সামনে রেখে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতেই ঢাকায় অবস্থান করছেন তিনি।
ঢাকায় পৌঁছে সরাসরি টিম হোটেল যান হামজা। আজ কোনো প্রাকটিস না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটি তারকা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
এর আগে ১৩ নভেম্বর একই সময়ে হামজাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নেপাল।
সবঠিক থাকলে আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে তারা। এদিন কোচ হাভিয়ের কাবরেরার প্রাকটিস সেশনে দেখা যাবে হামজাকে। (স্পোর্টস ডেস্ক)






