বিভাগ সারাদেশ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ছোট হতে পারে বলে মন্তব্য করেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বাজেট জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন-২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ছোট হতে পারে। কারণ আগামী বাজেট বড় প্রকল্পের নামে অর্থ ব্যয় কিংবা অর্থ লুটপাটের বাজেট হবে না। বাজেটের আকার যা-ই হোক, তা বাস্তবায়ন করতে পারলে দেশের জন্য মঙ্গলজনক হবে। বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হবে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন-গত বাজেটের থেকে এবারের বাজেট ভিন্ন হবে। গত বাজেট নির্বাচনের আগে হয়েছে, সেটি নির্বাচনী বাজেট ছিল। আমরা এখন ব্যয়ের বাজেট ঠিক রেখে চলছি। হয়তো কিছু মেগা প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
উৎপাদন থেমে গেলে কিংবা কর্মসংস্থান না থাকলে অর্থনীতি কিন্তু ঠিক থাকবে না। যাকাতের অর্থ যদি সামাজিক সুরক্ষা খাতে ব্যয় হয় তাহলে সরকারের ব্যয়ের বাজেট কমে যাবে। জাকাত দিলে এনবিআরের পক্ষ থেকে রেয়াদ সুবিধা দেয়ার ব্যবস্থা চালু করা যেতে পারে। এআইটি’র অর্থ কেন ফেরত দেয়া হবে না, এটার ব্যবস্থা রাখা হবে। কর (রাজস্ব) বিভাগ ও কর (নীতি) বিভাগকে আলাদা রাখা উচিত। যখন-তখন এসআরও জারি করা ঠিক না, এতে মৌলিক স্বাধীনতা থাকে না। বিদেশি বিনিয়োগ আসে না, এটা ঠিক না। বাজেটে দেশীয় শিল্পকে উৎসাহিত করার ব্যবস্থা থাকতে হবে।
রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘৫ আগস্টের পর প্রাইভেট সেক্টরের সংস্কার হওয়ার দরকার ছিল, সেটি হয়নি। বাজেটে যে অপচয় হয়, এনবিআর ভবন তৈরিতে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। কাগজ-কলমে শুধু প্রবৃদ্ধি দেখানো হয়েছে। বাজেটে শুল্ক কর যাই থাকুক, অপচয় রোধ করতে হবে। । (ডেস্ক নিউজ)