ডলারের নতুন দর আগামী রবিবার থেকে কার্যকর
বাণিজ্য ডেস্ক –
গত ৩১আগস্ট,বৃহস্পতিবার এক সভায় ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)
ডলারের আনুষ্ঠানিক দাম আরেক দফা বাড়িয়েছে ব্যাংকগুলো। এর ফলে পণ্য আমদানিতে ব্যয় বাড়বে। তবে রপ্তানিকারকেরা প্রতি ডলারে আগের চেয়ে বেশি টাকা পাবেন। ডলারের নতুন দর আগামী রবিবার থেকে কার্যকর হবে।
সভায় ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করার সিদ্ধান্ত নেয়। আগে আমদানি দায় মেটানোর জন্য ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ টাকা
৫০ পয়সায় বিক্রি করছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য বা সেবা রপ্তানি ও প্রবাসী আয় কেনায় ডলারের দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা। আগে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের প্রতি ডলারের জন্য ১০৯ টাকা এবং রপ্তানিকারকদের প্রতি ডলারের জন্য ১০৮ টাকা ৫০ পয়সা দিয়ে আসছিল।