১২ জুন শনিবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঠাকুরগাঁওয়ে “দৈনিক মতপ্রকাশ” পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ৫টা ৩০ মিনিটে প্রেস ক্লাবের দ্বিতীয় ভবনের আধুনিক ভিআইপি হলরুমে কেক কেটে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দৈনিক মতপ্রকাশ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্তর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক মতপ্রকাশের প্রকাশক ও সম্পাদক এটিএম রাকিবুল বাসার রাকিব। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: অ্যাপোলো, দৈনিক মতপ্রকাশ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান আব্দুল্লাহ হামিম, দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার এস,আর লিখু, রংপুর সিটি প্রতিনিধি সাকিব চৌধুরি, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, মত প্রকাশের জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাব সদস্য ও দৈনিক লাখো কন্ঠের প্রতিনিধি রেজওয়ানুল হক রিজু। এ সময় পত্রিকার বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও কেক কেটে “দৈনিক মতপ্রকাশ” পত্রিকার উদ্বোধন
RELATED ARTICLES