গত বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচিতে দলের অনুশীলনকালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের তারকা পেসার বেন সিয়ার্স হ্যামস্ট্রিং বাঁ পায়ে ব্যথা অনুভব করেন। তাই নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য বড় ধরনের দুঃসংবাদ নিয়ে এলো চ্যাম্পিয়নস ট্রফি। সিয়ার্স পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের জন্যও নিউজিল্যান্ড স্কোয়াডের অংশ ছিলেন।
পরবর্তীতে করা স্ক্যানে তাঁর হ্যামস্ট্রিংয়ে একটি ছোট্ট ছিঁড় ধরা পড়ে, যা সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে।
এই সময়সীমার কারণে সিয়ার্স চ্যাম্পিয়নস ট্রফিতে কেবল গ্রুপ পর্বের শেষ ম্যাচ, অর্থাৎ ২ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য ফিট হতে পারতেন। তবে টুর্নামেন্টের স্বল্প সময় এবং গুরুত্ব বিবেচনা করে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্রিকইনফো
ত্রিদেশীয় সিরিজে সিয়ার্স নিউজিল্যান্ডের দুটি লিগ ম্যাচেই খেলেছিলেন, কিন্তু ১৬ ওভারে ১০৪ রান খরচ করেও কোনো উইকেট লাভ করতে পারেননি।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড এই সিদ্ধান্ত সম্পর্কে বলেন, আমরা সবাই বেনের জন্য খুবই দুঃখিত। এত দেরিতে বড় কোনো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সবসময়ই হতাশাজনক। বিশেষ করে বেনের ক্ষেত্রে এটি আরও কঠিন, কারণ এটি তার প্রথম বড় আইসিসি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।
বেন সিয়ার্সের পরিবর্তে জ্যাকব ডাফিকে দলে নেয়া হয়েছে। ডাফি ইতোমধ্যে ১০টি ওয়ানডে খেলেছেন এবং ১৮টি উইকেট শিকার করেছেন। এছাড়া, এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজে তিনি দু’টি ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন। (স্পোর্টস ডেস্ক)