বৃহস্পতিবার রাতে একটি মুদির দোকানের গোডাউনে চুরি করতে গিয়ে ফোরকান নামে এক চোর ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে দোকানের মালিক মোহাম্মদ আলম এসে ঘুমন্ত অবস্থায় চোর ফোরকানকে গোডাউনের ভেতর থেকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় চোরকে আটক করে নিকটবর্তী রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
রাঙ্গুনিয়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে। রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকি বলেন, উক্ত চোর ফোরকান নেশা করে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আটকের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগেও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ফোরকান পুলিশের হাতে আটক হন। সে একজন পেশাদার চোর।।
সূত্র; বাংলাদেশ প্রতিদিন।